মেসি ম্যাজিকের পরেও মিয়ামির হার

স্পোর্টস ডেস্ক

মে ৩০, ২০২৪, ০৬:১২ এএম

মেসি ম্যাজিকের পরেও মিয়ামির হার

মেজর লিগ সকারে চমৎকার একটি গোল করেন মেসি। ছবি : এক্স

লিওনেল মেসির অবিশ্বাস্য গোলের রাতে হেরেছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে বৃহস্পতিবার আটলান্টা ইউনাইটেড ৩-১ গোলে হারায় মিয়ামিকে। অবশ্য লিগ টেবিলের শীর্ষে রয়েছে মেসির ক্লাবটি। 

আটলান্টার জয়ের নায়ক সাবা। যিনি জোড়া গোল করেন। মেসি ডি বক্সের বাহির থেকে একটি গোল করেন বাঁ পায়ের শটে। বেকহ্যাম বেশ খুশি হয়ে যান।

ইন্টার মিয়ামি এ ম্যাচে গোল মিস করেছে প্রচুর। যার ফলে ম্যাচে হেরে যেতে হলো। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৩৩ পয়েন্ট পেয়েছে সিনসিনাটি। তারা পরের অবস্থানে রয়েছে। 

Link copied!