চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল। ১৪ জানুয়ারি এই আসর মেলবোর্নে শুরু হবে। নাদাল হার্ডকোর্টের এই আসরে খেলতে পারছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই কথা নিশ্চিত করেন বিশ্ব টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। যদিও স্বস্তির খবর, মাংসপেশির এই চিড় হিপ জয়েন্টের সঙ্গে সংযুক্ত না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নাদাল জানান, ‘আমি মেলবোর্নে যাওয়ার পরেই এমআরআই করার সুযোগ আসে। আর আমার মাংস পেশিতে ছোট একটি চিড় ধরা পড়ে। যেখানে আমার আগে ইনজুরি ছিল, সেখানে হয়নি। আর এটা আসলেই ভাল খবর। এরপরেই নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান তিনি, ‘এই মুহূর্তে পাঁচ সেটের ম্যাচ খেলার মতো শারীরিক অবস্থায় আমি নেই। তাই অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হচ্ছে না। এখন আমি আমার ডাক্তার দেখাতে সঙ্গে চিকিৎসা নিতে এবং বিশ্রামের জন্য স্পেনে ফিরে যাচ্ছি।’