ফুটবল ক্যারিয়ারের সব জেতা শেষ লিওনেল মেসির। সামনে কোপা আমেরিকা আসর। প্রায় সবাই ধারণা করছে, গত আসর জেতানো মেসি এবার এখানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতা হয়ে গেছে। বার্সেলোনায় ক্লাবের হয়ে সব জিতেছেন।
মেসি অবশ্য এমনটা ভাবছেন না এখন। তিনি বলেন,‘ যখন মনে হবে আমি আর পারফর্ম করতে পারছি না, খেলাটা উপভোগ করছি না কিংবা সতীর্থদের সাহায্য করতে পারছি না, তখনই আসবে সেই সময়। আমি বড়ই আত্মসমালোচক, আমি বুঝি কখন আমি ভালো খেলছি, কখন খারাপ খেলছি। যখন আমার মনে হবে এখন সেই সিদ্ধান্তটা নেওয়া সময় হয়েছে, আমার বয়স কত সেটি মনে না রেখেই সেই সিদ্ধান্ত (অবসর) নিয়ে নেব।’
মেসি এখন যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে খেলেন। তার ক্লাব ইন্টার মিয়ামি। ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। সময় বলে দেবে তিনি কত সময় আর খেলবেন।