অবসরের সিদ্ধান্ত নিলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৪, ০১:৫৪ পিএম

অবসরের সিদ্ধান্ত নিলেন সুয়ারেজ

লুইস সুয়ারেজ উরুগুয়ের হয়ে ২০০৭ সালে প্রথম খেলতে নামেন। ছবি : এক্স

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লুইস সুয়ারেজ। ৩৭ বছর বয়সী এই ফুটবলার প্যারাগুয়ের সঙ্গে শনিবার শেষ ম্যাচ খেলতে নামবেন। 

উরুগুয়ের হয়ে তিনি ১৪২ ম্যাচ খেলেছেন। আর দেশের ইতিহাসে সর্বোচ্চ ৬৯ গোল করেছেন। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে উরুগুয়ের জার্সিতে তার অভিষেক হয়।

অবসরের ঘোষণা দিয়ে সুয়ারেজ বলেন,‘ আমি অনেক ভেবেছি। আর মনে হয়েছে এটাই সঠিক সময়।’

Link copied!