গ্যালারিতে বসে মিয়ামির জয় দেখলেন মেসি

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২৫, ২০২৪, ০৬:০৯ এএম

গ্যালারিতে বসে মিয়ামির জয় দেখলেন মেসি

গ্যালারিতে বসে খেলা দেখেছেন মেসি। ছবি: এক্স

চেজ স্টেডিয়ামে লিওনেল মেসি এসেছিলেন। তবে বসে ছিলেন দর্শকসারিতে। তার বন্ধু লুইস সুয়ারেজ খেলেছেন অবশ্য। সুয়ারেজের জোড়া গোলে ২-০ গোলে জয় ইন্টার মিয়ামির। 

সিনসিনাটিকে হারিয়ে মেজর লিগ সকারের প্লে অফে মিয়ামি। ম্যাচের ১ ও ৬ মিনিটেই গোল করেছেন সুয়ারেজ। অবশ্য ৪২ মিনিটে মিয়ামির টমাস আলভেজ লাল কার্ড দেখেন।

বাকি সময় ১০ জন নিয়ে খেললেও সমস্যা হয়নি মিয়ামির।  

Link copied!