অস্ট্রেলিয়াকে দেয়া জকোভিচের স্বাস্থ্য সনদ মিথ্যা নয়:দাবি আইনজীবীর

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৭:২৫ পিএম

অস্ট্রেলিয়াকে দেয়া জকোভিচের স্বাস্থ্য সনদ মিথ্যা নয়:দাবি আইনজীবীর

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে অংশ নিতে নোভাক জকোভিচ কোন ভুল তথ্য দেননি বলে জানিয়েছেন তার আইনজীবীরা। গত সপ্তাহে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জকোভিচের করোনা সনদের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। 

১৭-৩০ জানুয়ারী অনুষ্ঠিত হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে অজি কর্তৃপক্ষের কাছে ২টি করোনা সনদ দেন জকোভিচ। ১৬ ডিসেম্বরের টেস্টে করোনা পজিটিভ দেখানো হলেও এর মাত্র ৬ দিন পর ২২ ডিসেম্বর করা টেস্টে জকোভিচকে করোনা নেগেটিভ দেখানো হয়। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন জকোভিচের এমন দাবির পরও টিকা না নেওয়ায় তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। ফলে সর্বোচ্চ সংখ্যাক গ্রান্ডস্লাম জেতার রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া হয় বিশ্বের এ শীর্ষ টেনিস তারকার।  

নোভাক জকোভিচ ও তার প্রতিদ্বন্দ্বি সুইস তারকা রজার ফেদেরার দুজনই পুরুষ এককে ২০টি করে গ্রান্ডস্লাম শিরোপা জিতেছেন। একই সংখ্যক গ্রান্ডস্লাম জেতা স্পেনিয়ান রাফায়েল নাদাল এবারের অস্ট্রেলিয়ান ওপেন জেতায় সর্বোচ্চ ২১টি গ্রান্ডস্লাম শিরোপা জেতার রেকর্ড গড়লেন। 

Link copied!