আইরিশদের একাই গুঁড়িয়ে দিলেন হাসান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৩, ১০:৩৯ পিএম

আইরিশদের একাই গুঁড়িয়ে দিলেন হাসান

একা হাসান মাহমুদই আইরিশদের শেষ ম্যাচ শতরানে আটকে রাখলেন। আয়ারল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে শুরুতেই আতঙ্কে ফেলেছেন তিনি। তারপর ডেথ ওভারে এসে সেট ব্যাটার কার্টিশ ক্যাম্ফারকেও ড্রেসিং রুমে ফেরত পাঠালেন হাসান। শেষ আঘাতটাও হানলেন মিডিয়াম এই পেসার। হাসানের ৫ বারের আঘাতে সফরকারীদের ইনিংস গুটিয়ে গেলো ১০১ রানে। অন্যদিকে হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারে যুক্ত হলো প্রথম পাঁচ উইকেট! 

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগাররা দারুণ খেললেও হেরে গেলো বৃষ্টির কারণে। ফলে ১-০ তে এগিয়ে থাকা টাইগারদের সামনে সিরিজ জয়ের ম্যাচ আজ তবে হোয়াইটওয়াশের ইচ্ছে পূরণ হলো না। ওয়ানডে সিরিজের আগের দুই ম্যাচ তিনশ-এর অধিক রান করা টাইগারদের এবার শেষ ম্যাচে জয় পেতে লাগবে মাত্র ১০২ রান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।

শুরুতেই বাংলাদেশের পেসার হাসান মাহমুদের বোলিং তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম ব্রেক থ্রু এনে দেন মিডিয়াম এই পেসার। দলীয় ১২ রানে হাসান মাহমুদের বলে ব্যাটের কোণায় লেগে উইকেটের পেছনে ক্যাচ দেন স্টিফেন দোহানি। ২১ বল খেলে ৮ রান করে বিদায় নেন এই ওপেনার।

এরপর ইনিংসের নবম ওভারে এলবিডব্লিউর শিকার বানিয়ে পল স্টার্লিং ও হ্যারি টেকটরকে সাজঘরে পাঠান ডানহাতি এই মিডিয়াম পেসার।

এরপর তাসকিনের বলে একটি এবং হাসানের বলে আরও একটি ক্যাচ মিস হয়।

কার্টিশ ক্যাম্ফার আর লরকান টাকারের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও এবাদত হোসেন টানা দুই বলে উইকেট তুলে নিয়ে আবারও আঘাত হানেন আইরিশের রানের খাতায়।

ইনিংসের ২২তম ওভারে আইরিশদের সংগ্রহ যখন ৭৯ রান তখন তাসকিন আহমেদের তিন বলের ব্যবধানে দুই শিকার আবার নড়বড়ে করে দেয় তাদের।

দলীয় ৯৬ রানে হাসান মাহমুদের শর্ট বলে পুল করে ক্যাম্ফার আউট হয়ে গেলে শতরানও পার করা যাবে কি না এ চিন্তায় পড়ে যায় আইরিশরা।

হাসান মাহমুদকে কাভার ড্রাইভে চার মেরে প্রথম আন্তর্জাতিক স্কোরিং শটেই দলের রান ১০০ ছুঁইয়ে দেন ম্যাথু হামফ্রিস। গ্রাহাম হিউমকে এলবিডব্লুর শিকার করে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটপ্রাপ্তি হয় হাসান মাহমুদের আর ২৮ ওভার ১ বল খেলে ১০১ রানে থামে আইরিশদের ইনিংস।

Link copied!