আগামী বছরের ২ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর শুরু হবে। পূর্ণাঙ্গ সূচি পরে পাওয়া যাবে। তবে কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানকে ছেড়ে দিচ্ছে। অন্যদিকে মোস্তাফিজুর রহমানেরও আর রাজস্থান রয়ালসে থাকবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ডিসেম্বরের শেষে বা আগামী জানুয়ারির শুরুতে ক্রিকেটারদের নিলাম শুরু হবে । আর নিলাম শেষ হলে জানা যাবে কোন ক্রিকেটারদের কোন দলে যাচ্ছেন। সাকিব গতবারও খেলেছেন কলকাতায়। অন্যদিকে মোস্তাফিজ রাজস্থানে।
আগামী আসরের জন্য দলের তারকা ক্রিকেটারদের ধরে রাখতে মরিয়া চেষ্টা ফ্রাঞ্চাইজিগুলোরও। যেমন চেন্নাই সুপার কিংস তাদের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দলে রেখে দিয়েছে। মুম্বাই রেখেছে রোহিত শর্মাকে। আরসিবি রেখেছে কোহলিকে। তবে পাঞ্জাব কিংসের অধিনায়ক কে এল রাহুলকে দলে ভিড়িয়েছে নতুন ফ্রাঞ্চাইজি লক্ষ্ণৌ।
তবে কর্তৃপক্ষকে যে তালিকা জমা দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), তাতে নাম নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। এমনই দাবি ভারতীয় সংবাদমাধ্যমের। শুধু সাকিব একা নন, কেকেআরকে গত আসরের ফাইনালে তোলা অধিনায়ক ইয়ন মরগ্যানকেও বাদ দিচ্ছে দলটি।