আত্মবিশ্বাসী এখন মাহমুদউল্লাহ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২০, ২০২১, ১০:৫৪ এএম

আত্মবিশ্বাসী এখন মাহমুদউল্লাহ

 

ওমানের বিপক্ষে ২৬ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে বিশ্বকাপে অন্তত টিকে থাকলো তারা। জয়ের পর আশাবাদী রিয়াদ। ম্যাচ শেষে কথাও বলেছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেন, এই ম্যাচ জয়ে আমরা খুব খুশি। তবে ম্যাচটা সহজ ছিলনা তাও জানেন বাংলাদেশের অধিনায়ক। আর ম্যাচে যে অনেক ভুল করেছে দল, সেটাও মাথায় আছে।

সে উদ্দেশে মাহমুদউল্লাহ বলেন,  আমাদের আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে। আশা করি, এই জয়ে আমাদের সমর্থকরাও খুশি। এছাড়াও দর্শকদের ধন্যবাদ জানান রিয়াদ। মাহমুদউল্লাহ বলেন, দর্শকদেরও ধন্যবাদ তারা এখানে খেলা দেখতে এসেছেন এবং আমাদেরকে জয়ী দেখতে চেয়েছেন। দেশের জন্য জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

সাকিব-নাইমের প্রশংসা করে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, সাকিব এবং নাইম দুর্দান্ত ব্যাটিং করেছে। দারুন পার্টনারশিপ করেছে, যা আমাদের ১৫০ পেরোতে সহায়তা করেছে; কিন্তু আমাদের নতুন বলে আরও ভালো বোলিং করা উচিত ছিল। অনেকগুলো ওয়াইড দিয়ে ফেলেছি।

পরের ম্যাচে আর ভুল করতে চান না। আজকের ভুলগুলো সংশোধন করার প্রতিশ্রুতি দিলেন তিনি। রিয়াদ বললেন, ভুলগুলো খুঁজে বের করে সংশোধন করতে হবে। আমি মনে করি, আমাদের ডেথ বোলিং ভালোই হয়েছে। মিডল ওভারে আমরা খেলায় ফিরেছি; কিন্তু প্রথম ছয় ওভারে ব্যাটিং ও বোলিং- দু’জায়গাতেই আমাদের উন্নতি করতে হবে।

 

 

 

Link copied!