কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ইউরোপিয়ান অঞ্চলের দলগুলো লড়ছে। পর্তুগালও খেলতে নেমেছিল। আয়ারল্যান্ডের সাথে ম্যাচটি ছিল পর্তুগালের ঘরের মাঠ এস্তাদিও আলগারেভে। ৪৫ মিনিটে আয়ারল্যান্ডের ইগান গোল করেন। পর্তুগাল পরাজয় দেখছিল। ৮৯ মিনিটে গনজালো গুয়েডেজের ক্রস থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। ৯০ মিনিট শেষে ৫ মিনিট অতিরিক্ত ছিল। রেফারি বাঁশি দেওয়ার ঠিক আগে আবারো জ্বলে ওঠেন রোনালদো। এবার জোয়াও মারিওর ক্রস থেকে আবার হেডে গোল করেন তিনি (৯০+৫)। পর্তুগাল নিশ্চিত হারতে থাকা ম্যাচটি জিতে বেরিয়ে আসে রোনালদোর নৈপুণ্যে।
রোনালদো শুধু জোড়া গোল করেই থামেননি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক এখন তিনি। ১০৯ গোল করে ইরানের আলি দায়ির সমান ছিলেন ম্যাচ শুরুর আগে। আলিকে ছাড়িয়ে রোনালদোর এখন ১১১ গোল। আন্তর্জাতিক ফুটবলে আর কারো এতো গোল নেই।
বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে পর্তুগাল ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। বিশ্বকাপের মূল পর্বের পথেই রয়েছে তারা।
ম্যাচের ১৫ মিনিটে রোনালদো পেনাল্টি পেয়েছিলেন। কিন্তু সেটা আয়ারল্যান্ডের গোলরক্ষক রুখে দিয়েছিলেন। এই ম্যাচ হারলে রোনালদো সমালোচনার মুখে পড়তেন। সেটা অবশ্য হয়নি।
কোন টুর্নামেন্টে রোনালদোর কত গোল
বিশ্বকাপ বাছাই : ৩৩
ইউরো বাছাই : ৩১
ফ্রেন্ডলি : ১৯
ইউরো : ১৪
বিশ্বকাপ : ৭
নেশন্স লিগ : ৫
কনফেডারেশন কাপ : ২।