আরচ্যারীতে অসীম ও রোকসানার আলো

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২১, ০২:১৭ এএম

আরচ্যারীতে অসীম ও রোকসানার আলো

পুরুষদের কম্পাউন্ড একক ফাইনালে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাবের অসীম কুমার দাস ১৪৮-১৪১ স্কোরের ব্যবধানে বিজিবির নেওয়াজ আহমেদ রাকিবকে হারিয়ে স্বর্ন পদক জয় করেন। বাংলাদেশ পুলিশের মো: আশিকুজ্জামান অর্জন করেন ব্রোঞ্জ পদক । অন্যদিকে মহিলাদের কম্পাউন্ড একক ফাইনালে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের রোকসানা আক্তার ১৪৭-১৪১ স্কোরের ব্যবধানে বিকেএসপি পুস্পিতা জামানকে পরাজিত করে স্বর্ন জয় করেন। ওই ইবেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন বাংলাদেশ আনসারে বন্যা আক্তার।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আরচ্যারীতে গেমসে মঙ্গলবার শেষ দিনে আটটি স্বর্ন পদকের নিস্পত্তি ঘটেছে। মোট দশ স্বর্ন পদকের মধ্যে ৪টি স্বর্নসহ সর্বাধিক ৮ পদক নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব। ২টি স্বর্ন সহ ৫ পদক নিয়ে ২য় অবস্থান লাভ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ২টি স্বর্ন সহ ৮ পদক নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব।

এছাড়া একটি স্বর্ন সহ ৬ পদক নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার। তালিকার পরের অবস্থান গুরোতে টাই পেয়েছে যথাক্রমে বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।

রিকার্ভ পুরুষ একক ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীর রাম কৃষ্ণ সাহা ৬-৫ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাবের মো: তামিমুল ইসলামকে হারিয়ে স্বর্ন পদক জয় করেছেন। প্রথম পর্যায়ে ৫-৫ সেট পয়েন্টে সমতা হয়। পরবর্তীতে ১টি করে তীর ছুড়ে রাম কৃষ্ণ সাহার স্কোর হয় ১০ এবং মো: তামিমুল ইসলামের স্কোর হয় ৯। শেষ তীরের ফলাফলের ভিত্তিতে পদক নির্ধারিত হয়। এতে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশ আনসরের মো: শাকিব মোল্লা।

Link copied!