এলাঙ্গার গোলে ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৩:৫৩ এএম

এলাঙ্গার গোলে ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের

মাদ্রিদের এস্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিটানোতে নিস্প্রভ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই মাঠে তার কত সফলতা। সেসব এখন স্মৃতি। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের খেলা ছিল রাতে। রোনালদো নিস্প্রভ ছিলেন। আর ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে যাওয়ার পরও সমতায় ফেলে পরে। এখন দ্বিতীয় ১-১ গোলের ড্র। দ্বিতীয় লেগে ফয়সালা হবে কে যাবে কোয়ার্টার ফাইনালে। 

ম্যাচের বয়স তখন ৭ মিনিট। লোদি ডস সান্তোসের দারুণ ক্রসে হেড থেকে গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে লিড এনে দেন রোনালদোর পর্তুগীজ স্বদেশী জোয়াও ফেলিক্স। অ্যাটলেটিকোর কয়েকটি প্রচেষ্টা বারে লেগে ফিরেছে। ফিজিক্যাল খেলেছে তারা ম্যাচে। অ্যান্তোয়েন গ্রিজম্যানের একটি শটও ক্রস বারে লেগে ফিরে গেলে গোলবঞ্চিত থাকে মাদ্রিদের ক্লাবটি। 

ম্যাচের ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে নিঁখুত ফিনিশিংয়ে গোল আদায় করেন অ্যান্থনি এলাঙ্গা। আর সমতা আসে ম্যাচে ১-১। ইউনাইটেড হার এড়িয়েছে। তবে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইউনাইটেডের ফুটবলাররা। 

এদিকে রাতের অপর ম্যাচে বেনফিকা ও আয়াক্স ২-২ গোলে ড্র করেছে। 

Link copied!