করোনা আক্রান্ত হলেন বিসিসিআিই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই আইসোলেশনে চলে গিয়েছিলেন সৌরভ। মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, গত দু' দিন ধরেই জ্বর ও সর্দিতে ভুগছিলেন সৌরভ। তবে করোনার অন্য কোনও উপসর্গ ছিল না তাঁর। অর্থাৎ গন্ধ বা স্বাদ চলে যাওয়ার কোনও ঘটনা ঘটেনি বলেই খবর।
উল্লেখ্য, বিগত কয়েকদিনে বেশ কয়েকটি সফর করেছেন সৌরভ। বিদেশ যাত্রার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। শেষবার মুম্বই গিয়েছিলেন বলে খবর। এদিকে মহারাষ্ট্রে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১৬৭। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। দিল্লি এবং মুম্বাইয়ের পরিস্থিতি ভয়ানক। আক্রান্তের সংখ্যা ওই দুই শহরেই সবচেয়ে বেশি। কলকাতাতেও ধীর গতিতে বাড়ছে Omicron।
চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। জিম করতে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জিম করতে গিয়ে আচমকাই বুকে ব্যথা শুরু হয়েছিস তাঁর। সঙ্গে বমিভাব, মাথা ভার হওয়ার মতো লক্ষণ দেখা যায়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এরপরেই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল বিসিসিআই চিফের। পরবর্তীতে আরোগ্য লাভ করেন তিনি। যদিও সে সময় তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছিল।