জোড়া ফিফিটিতে ১৭১ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ২৪, ২০২১, ১১:৫০ পিএম

জোড়া ফিফিটিতে ১৭১ বাংলাদেশের

চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। মোহাম্মদ নাইম এবং মুশফিকুর রহীমের জোড়া ফিফটিতে এই রান করে বাংলাদেশ। জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ১৭২ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করতে নেমে ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৪ রান করেছে শ্রীলঙ্কা। প্রথম ওভারের ৪র্থ বলেই কুশাল পেরেরাকে বোল্ড করে ফেরত পাঠান নাসুম।   

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই ওপনার লিটন ও তার অল্প পরেই সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে মুশফিক ক্রিজে আসার পর পাল্টে যেতে থাকে ম্যাচের দৃশ্যপট। মুশফিক ৩৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। ৫২ বলে ৬২ রান করে বোলার বিনুরাকে ফিরতি সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাইম।

নাইম আউট হওয়ার পর আফিফ এসে দ্রুতই ফেরেন রান আউটেরে শিকারে হয়ে। লাহিরু কুমারার বলে স্টাম্পের কাছে বল রেখেই রান নিতে গেলে রান আউট হন। পরে অধিনায়ক মাহমুদুল্লাহ এসে দেখেশুনে খেলতে থাকেন। শেষ দুই ওভার লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭১ এই থামে বাংলাদেশ।

মাহমুদুল্লাহ ৫ বলে ১০ রান অপরাজিত থেকে ফেরেন সাজঘরে।   

 

Link copied!