জয়ের লক্ষ্যে ১৭৩ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ১৫, ২০২১, ০৪:২৪ এএম

জয়ের লক্ষ্যে ১৭৩ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ের চূড়ান্ত ম্যাচে জয়ের লক্ষ্যে নিউজিল্যোন্ডের বেধে দেওয়া ১৭৩ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

রবিবার (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এর আগে অস্ট্রেলিয়ার বোলিংতোপে প্রথম দশ ওভার বলতে গেলে রানই পায়নি নিউজিল্যান্ড। কিন্তু দলীয় অধিনায়ক কেন উইলিয়ামসনের ৪৮ বলে অনবদ্য ৮৫ রানে ভর করে শেষ পর্যন্ত কিউইদের ইনিংস থামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানে। অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো শিরোপা জিততে হলে ১৭৩ রান করতে হবে।

এর আগে প্রথম শিরোপার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলে মিচেল স্টার্ককে চার মেরে শুরু করা মার্টিন গাপটিল যেন নিজের উপস্থিতির জানান দেন। এরপর তৃতীয় ওভারের প্রথম বলে গ্লেন ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকান ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের নায়ক ড্যারেল মিচেল। তিন ওভার শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় বিনা উইকেটে ২৩।

উইলিয়ামসন ঝড় তুলেছিলেন অজি পেসারদের উপর। ১১তম ওভারের চতুর্থ বলে স্টার্কের বলে ব্যক্তিগত ২১ রানের মাথায় ক্যাচ দিলেও ধরতে পারেননি হ্যাজেলউড। শেষ পর্যন্ত সেই স্টার্কের উপরেই তোলেন ঝড়টা। ইনিংসের ১৬তম ওভারে ৪টি চার ও একটি ছয় হাঁকান কিউই অধিনায়ক। স্টার্ক ৩ ওভারেই দেন ৫০ রান। উইলিয়ামসনকে সঙ্গ দেয়া ফিলিপস করেন ১৭ বলে ১৮ রান।উইলিয়ামসন পৌঁছে গিয়েছিলেন শতকের অনেক কাছে তবে, হ্যাজেলউডকে লং-অফে উড়িয়ে মারতে ৪৮ বলে ১০টি চার ও ৩টি ছয়ে ৮৫ রানের মাথায় ক্যাচ দেন স্টিভেন স্মিথের হাতে।

উইলিয়ামসনের ব্যাটে ভর করে কিউইরা সংগ্রহ করেছে ৪ উইকেটে ১৭২ রানের লড়াই করার পুঁজি। অজিদের পক্ষে ৩ উইকেট নেন হ্যাজেলউড। ১টি উইকেট নেন অ্যাডাম জাম্পা।

ফাইনাল ম্যাচে বড় ফ্যাক্টর ছিল টস। দুবাই স্টেডিয়ামে চলতি বিশ্বকাপে ফাইনালের আগে অনুষ্ঠিত হওয়া ১২টি ম্যাচে জয় পেয়েছে পরে ব্যাট করা দল। আগে ব্যাট করে জয় পাওয়া একমাত্র দলও নিউজিল্যান্ড। জয় পেয়েছিল সুপার টুয়েলভে স্কটল্যান্ডের বিপক্ষে।

Link copied!