নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২১, ১২:২৯ এএম

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে লিড নিল টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মত কিউদের টি-টোয়েন্টি ফরম্যাটে হারানোর স্বাদ পেল স্বাগতিকরা। এর আগে কোনো ভেন্যুতে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি তারা। 

সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে নিউজিল্যান্ডকে উড়ীয়ে দিলো বাংলাদেশ। আগের টি-টোয়েন্টিতে সিরিজে অস্ট্রেলিয়াকে ৬২ রানে অলআউট করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড তার চেয়েও ২ রান কম করতে পারল। মিরপুরের শের-ই-বাংলায় বুধবার (১ সেপ্টেম্বর) ৬০ রানে গুটিয়ে গেল কিউইরা। টার্গেটে খেলতে নেমে ৩০ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

মুশফিক ১৬ ও মাহমুদউল্লাহ ১৪ রানে অপরাজিত ছিলেন। সাকিব আল হাসান সর্বোচ্চ ২৫ রান করেন। লিটন ও নাঈম ফেরেন ১ রান করে। তবে কোনো সমস্যা হয়নি। 

এর আগে বাংলাদেশ তাদের যৌথ সর্বনিম্ন রানে থামাল। এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। 

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে স্পিনারদের টার্ন ছিল বিপজ্জনক। খেলার উপযোগী ছিল পিচ, কিন্তু সফরকারী ব্যাটসম্যানরা ভুগেছে। তবে পেসার মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩ উইকেট নেন ২.৫ ওভারে ১৩ রান দিয়ে। দুটি করে উইকেট পান দুই স্পিনার নাসুম আহমেদ ও সাকিব আল হাসান। পেসার সাইফউদ্দিনও সমান সংখ্যক উইকেট শিকার করেন। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন হেনরি নিকলস ও টম ল্যাথাম।

Link copied!