বাংলাদেশ এখন ৬ নম্বরে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২১, ১১:৪১ এএম

বাংলাদেশ এখন ৬ নম্বরে

অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ৬ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এখন নিউজিল্যান্ডকে পরের ২টি ম্যাচ হারাতে পারলে পাঁচে উঠে আসবে মাহমুদউল্লাহর দল। এর আগে কখনো এতো ওপরে ওঠেনি বাংলাদেশ ক্রিকেট দল। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে দশ নম্বরে ছিল টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর ৪টি রেটিং পয়েন্ট পেয়ে তিন ধাপ এগিয়ে যায় রিয়াদের দল। সামনে ছিল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর সেই অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলে দিয়েছে টাইগাররা। ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে এখন তারা ছয় নম্বরে, সাতে নেমে গেছে অস্ট্রেলিয়া (২৪০ রেটিং)।

Link copied!