বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২১, ০১:০১ এএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাবর আজমের দল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন তিন সংস্করণের সিরিজ খেলার জন্যই তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতি দিয়ে সূচি প্রকাশ করে বিসিবি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দুই টেস্টের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। দ্বিতীয়টি হবে শের-ই বাংলায়। 

টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। ম্যাচশুরুর সময় এখনো নির্ধারিত হয়নি। এরপর ২৬ নভেম্বর প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

বিসিবির নির্ধারিত কোভিড প্রটোকল অনুযায়ী সিরিজটি হবে জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'আমরা যে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ঠিক করেছি সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমরা আমাদের যে গাইডলাইন তা সফরকারী দলকে অবহিত করব, সেই অনুযায়ীই বাস্তবায়ন করব।' 

আরও ৬ বছর আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। পরের বছর আবার আসে এশিয়া কাপে অংশ নিতে। এরপর ২০২০ সালে পাকিস্তান সফরে গিয়েছিল লাল সবুজের দল।

Link copied!