বিশ্বকাপই শেষ—এমন ঘোষণা দেওয়া সেই মেসিই চুক্তি বাড়াচ্ছেন পিএসজির সাথে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২২, ০৯:০৭ পিএম

বিশ্বকাপই শেষ—এমন ঘোষণা দেওয়া সেই মেসিই চুক্তি বাড়াচ্ছেন পিএসজির সাথে

বিশ্বকাপ চলাকালেই গুঞ্জন উঠেছিল মেসি ক্লাব পাল্টাচ্ছেন কি না। অবশ্য দলবদলের এমন গুঞ্জন প্রতিবছরই শোনা যায়। চুক্তি বৃদ্ধি করা বা ক্লাব পরিবর্তন করার খবর বাতাসে ভাসতে থাকে। বিশ্বকাপ শেষে লিওনেল মেসিকে নিয়েও আরও বেশি শোনা যায় এমন আলোচনা। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে থাকবেন না কি আরও বেশি বেতনে চলে যাবেন অন্য ক্লাবে?

অবশ্য মেসির সাধে পিএসজির চুক্তির সময় বাড়ছে বলে জানিয়েছে লা প্যারিসিয়েন নামের ফরাসি ওয়েবসাইট। তারা বলছে, পিএসজিতে ২০২৩-২৪ মৌসুমে থাকার চুক্তি নবায়ন করতে মৌখিকভাবে রাজি হয়েছেন লিওনেল মেসি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি পিএসজি কর্তৃপক্ষ।

২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন মেসি। ফরাসি ক্লাবটির সাথে তখন দুই বছরের চুক্তি করেছিলেন, যা শেষ হবে আগামী কয়েক মাসের মধ্যেই। মেসি পিএসজির জার্সিতে এখন পর্যন্ত ৫৩ ম্যাচ খেলে গোল করেছেন ২৩টি এবং অ্যাসিস্ট করেছেন ২৯ ম্যাচে।

এদিকে, ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় ফ্রান্সের জনগণ মেসিকে শত্রুই ভাবছে বলা যায়! এতটাই ক্ষুদ্ধ তারা যে মেসির পিএসজি জার্সি ব্যবহার করছে পাপোশ হিসেবে। ফ্রান্সের এক পানশালায় প্রবেশের মুখে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্লাবের জার্সিকে বিছিয়ে দিয়েছে পা মোছার জন্য। সেখানে এক ছোট টেবিলে প্লে-কার্ডের মতো লেখা, ‘প্রবেশের সময় আপনার পা মুছতে ভুলবেন না।’

Link copied!