মিরপুরে আজ এ আর রহমানের সুরের জাদু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২২, ০৩:২২ এএম

মিরপুরে আজ এ আর রহমানের সুরের জাদু

মিরপুরে আজ এ আর রহমানের সুরের জাদুতে ভেসে যাবেন শ্রোতারা। অস্কারজয়ী এই শিল্পী ৩ ঘণ্টা পারফর্ম করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া এই কনসার্ট উপস্থাপনা করবেন বাংলাদেশি উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসমাইল হায়দার মল্লিক পুরো তথ্য তুলে ধরেন। তিনি বলেন,‘ এ আর রহমান হলো মূল আকর্ষণ। শুধু এ আর রহমানের পার্টে মোস্ট প্রবাবলি ৩ ঘণ্টার একটা অনুষ্ঠান হবে। উনি ৩৫টির মত গান গাইবেন। এ ছাড়া আমাদের দেশি শিল্পী আছে, মমতাজ আপা আছেন মাননীয় সংসদ সদস্য, উনিসহ আরও দুই-তিনজন লোকাল শিল্পী পারফর্ম করবেন। জাতীয় সঙ্গীতও স্টেজে পারফর্ম করবে। পুরো অনুষ্ঠান আমরা দুই ভাগে ভাগ করেছি। বিকেলে ঘণ্টা দেড়েকের অনুষ্ঠান আর সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত এ আর রহমানের কনসার্ট’-আরও যোগ করিন মল্লিক।

বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। চলবে সাড়ে ৬টা পর্যন্ত। এ সময় গান করবেন মমতাজ-মাইলস। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সাড়ে ৬টার দিকে আসবেন। এরপর ৭টা থেকে ১০টা পর্যন্ত সহশিল্পীসহ ৩ ঘণ্টা ধরে পারফর্ম করবেন। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গাইবেন বিখ্যাত এই শিল্পী। একটি বাংলায় আর একটি হিন্দিতে।

 

 

Link copied!