মেসি নয়, ফিফা বর্ষসেরা পুরষ্কার লেওয়ানডোস্কির

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২২, ০৮:৩২ এএম

মেসি নয়, ফিফা বর্ষসেরা পুরষ্কার লেওয়ানডোস্কির

লিওনেল মেসি নয়, তাকে টপকে ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্ট জিতে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোস্কি। লেওয়ানডোস্কি ধারাবাহিক নৈপূণ্য দেখিয়ে এই সম্মান নিজের করে নিলেন সোমবার রাতে।

এর আগে গেল নভেম্বরেও ব্যালন ডি অরের লড়াইয়েও দুজনের লড়াই জমে উঠেছিল। তবে সেবার আর্জেন্টিনার পিএসজি তারকার কাছে হেরে যেতে হয়েছিল লেওয়ানডোস্কিকে। এবার সেই হারের প্রতিশোধ নিলেন লেওয়ানডোস্কি।

প্রসঙ্গত, রেকর্ড সপ্তম বারের মতো ব্যালন ডি অর জিতেছেন মেসি। 

সপ্তম বারের মতো ব্যালন ডি’অর পুরস্কার জেতার পরই ধারণা করা হয়েছিল, ফিফা দ্য বেস্ট পুরস্কারেও এগিয়ে থাকবেন তিনি। এখন পর্যন্ত ছয়বার ‘দ্য বেস্ট’ জিতেছেন মেসি। তবে ব্যালনের মতো করে সপ্তম বারের মতো ফিফা দ্য বেস্ট পুরস্কার ঘরে তোলা হলো না মেসির।

পুরস্কারটি দেওয়া হয় বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১২ টার দিকে। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে এই অনুষ্ঠান হয়। আর এর মধ্য দিয়ে বছরের সেরা পুরুষ ও নারী খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।

কদিন আগে ‘দ্য বেস্ট’ ফুটবলারের তালিকায় ১১ জনের নাম প্রকাশ করেছিল ফিফা। পুরুষদের সংক্ষিপ্ত তালিকায় ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির সঙ্গে ছিল রবার্ট লেওনডোস্কি ও মোহাম্মদ সালাহর নাম। 

মেয়েদের বর্ষসেরা তারকা বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস

Alexia Putellas

এবার নারীদের ব্যালন ডি’অর জিতেছেন আলেক্সিস পুতেয়াস। ফিফা বেস্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বার্সেলোনাকে ট্রেবল জেতানোর পুরস্কার পেলেন এই তারকা। পুরস্কার জয়ের পথে হারিয়েছেন সতীর্থ জেনিফার এর্মোসো ও চেলসির স্যাম কের কে। পুরস্কার ঘোষণা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ছেলেদের সেরা গোলকিপার হয়েছেন মেন্দি

Mendy

চেলসির সেনেগালিজ গোলকিপার এদুয়ার্দ মেন্দির হাতে উঠেছে সেরা গোলকিপারের পুরষ্কার। গত মৌসুমে চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল এই গোলকিপারের। চ্যাম্পিয়নস লিগে ১৭ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচেই কোনো গোল খাননি মেন্দি। মেন্দির পুরস্কার ঘোষণা করেছেন কিংবদন্তি গোলকিপার পিটার স্মাইকেল। বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়্যার আর পিএসজির ইউরোজয়ী গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে হারিয়ে এ পুরস্কার জিতেছেন তিনি।

পুসকাস অ্যাওয়ার্ড আর্জেন্টাইন তারকা লামেলার

erik lamela

বছরের সবচেয়ে দৃষ্টিনন্দন গোল ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতলেন সেভিয়ার আর্জেন্টাইন উইঙ্গার এরিক লামেলা। তবে যে গোলের জন্য জিতেছেন, তখন ইংলিশ ক্লাব টটেনহামে খেলতেন এই উইঙ্গার। আর্সেনালের বিপক্ষে র‍্যাবোনা শতে অসাধারণ গোল করেছিলেন, সেটাই এনে দিল পুসকাস। পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়েছিল ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার সাবেক আইভরিয়ান মিডফিল্ডার ইয়ায়া তুরে কে। 

ফিফা ফেয়ার প্লে পুরস্কার জিতল ডেনমার্ক

দৃশ্যটা হয়তো কোনো দিনই কেউ ভুলতে পারবে না। গত জুনে ইউরোয় ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাঠেই মুখ থুবড়ে পড়ে যান ডেনিশ প্লেমেকার ক্রিস্টিয়ান এরিকসেন। ফুটবল দুনিয়ার জন্য সেই মুহূর্ত ছিল অভাবনীয় উৎকণ্ঠার। ডেনমার্ক অধিনায়ক সিমোন কায়ের এবং অন্যরা তৎক্ষণাৎ ছুটে গিয়ে এরিকসেনকে প্রাথমিক চিকিৎসা না দিলে কী হতো কে জানে!

মাঠের বাইরে থেকে চিকিৎসাদল দ্রুত গিয়ে এরিকসেনকে সিপিআর (বুকে চাপ দিয়ে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখা) দেয়। এই তৎপর চিকিৎসাসেবার কারণে সে যাত্রায় প্রাণে বেঁচে যান এরিকসেন। ডেনিশ তারকার প্রাণ বাঁচাতে সেদিন যারা খুব দ্রুত সাড়া দিয়েছিলেন, তাদের পুরস্কৃত করল ফিফা, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে। 

নারী দলের সেরা কোচ হলেন এমা হেয়েস

২০২১ সালের নারী দলগুলোর সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন চেলসির নারী দলের কোচ এমা হেয়েস। বার্সেলোনার নারী কোচ লুইস কোর্তেস আর নেদারল্যান্ডস নারী জাতীয় দলের সাবেক কোচ, ইংল্যান্ড নারী জাতীয় দলের বর্তমান কোচ সারা উইগম্যানকে হারিয়ে এ পুরস্কার জিতেছেন তিনি।  

ছেলেদের দলের সেরা কোচ টুখেল

চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পুরস্কার পেলেন জার্মান কোচ টমাস টুখেল। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা আর ইতালি জাতীয় দলের কোচ রবার্তো মানচিনিকে হারিয়ে ছেলেদের দলের সেরা কোচের পুরস্কার উঠেছে টুখেলের হাতে। 

মেয়েদের ফিফা ফিফপ্রো সেরা একাদশ

গোলকিপার - এন্ডলার

রক্ষণভাগ - ব্রোঞ্জ, ব্রাইট, রেনার্ড, এরিকসন

মাঝমাঠ - বানিনি, লয়েড, বোনাসেরা

আক্রমণভাগ - মার্তা, মরগান, মিয়েডেমা

চমকপ্রদভাবে এবারের ফিফা বেস্ট পুরস্কারের লড়াইতে থাকা শীর্ষ তিন নারী তারকা জেনিফার এর্মোসো, স্যাম কের ও অ্যালেক্সিয়া পুতেয়াসের কেউই নেই একাদশে।

ছেলেদের ফিফা ফিফপ্রো সেরা একাদশ 

গোলকিপার - জিয়ানলুইজি দোন্নারুম্মা

রক্ষণভাগ - ডেভিড আলাবা, রুবেন দিয়াস, লিওনার্দো বোনুচ্চি

মাঝমাঠ - জর্জিনিও, এনগোলো কান্তে, কেভিন ডি ব্রুইনা

আক্রমণভাগ - লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হরলান্ড, রবার্ট লেভানডফস্কি

Link copied!