মোস্তাফিজুর রহমান দারুণ বোলিং করলেন। ৪ ওভারে ২২ রান দিয়ে পেলেন ২ উইকেট। কিন্তু এটা যথেষ্ট ছিল না। দিল্লি ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে আগে ব্যাট করে। জবাবে ৬ উইকেটে ১২১ রানে থেমে যায় রাজস্থান। ৩৩ রানের জয় পেয়েছে দিল্লি। আর তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে।
দিল্লি ক্যাপিটালস ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছে। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে চেন্নাই। রাজস্থান রয়েলস ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে।
আবুধাবিতে টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান। দিল্লি আগে ব্যাট করে। শ্রেয়াশ আয়ার ৪৩, হেটমেয়ার ২৮ ও ঋশভ পান্ট ২৪ রান করেন। মোস্তাফিজ ২ উইকেট পান। চেতন শাকারিয়াও ৩৩ রান খরচ করে ২ উইকেটের মালিক।
রাজস্থানের সান্জু স্যামসন ৭০ রান করে অপরাজিত ছিলেন। আর ১৯ রান করেছেন মহিপাল লমরোর। অ্যানরিখ নর্টজে ১৮ রানে ২টি উইকেট পেয়েছেন।