রেড সিগনালে থামলো না মেসির গাড়ি; অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৬, ২০২৩, ০১:১৪ এএম

রেড সিগনালে থামলো না মেসির গাড়ি; অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে আর কিছুদিন পরই যাত্রা শুরু করছেন লিওনেল মেসি। ইতিমধ্যে ফ্লোরিডায় বসবাস শুরুও করেছেন। তবে নতুন শুরুর আগেই মেসিভক্তদের জন্য এক দুঃসংবাদ অপেক্ষায় ছিল। বড় এক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হচ্ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ফ্লোরিডার রাস্তায় তাঁকে বহনকারী গাড়ি ট্রাফিকের ‘রেড সিগনাল’ বুঝতে না পেরে বেশ গতিতেই এগিয়ে  যায়। এদিকে ডানপাশের রাস্তা দিয়েও আসছিল অনেক গাড়ি।

দেখুন ভিডিওটি

ভাগ্য ভালো হওয়ায় অন্য সড়কের গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরে সাবধানে থেমে যায়। না হলে বেশ বড় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা ছিল।

তবে সে সময় গাড়ি মেসি নিজেই চালাচ্ছিলেন কি না তা জানা যায়নি।

এই ঘটনার পর মেসির গাড়িটি পাহারা দিয়ে তাঁর বাসস্থান পর্যন্ত পৌঁছে দিয়ে আসে ফোর্ট লডারডেলের পুলিশ।

আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে প্রথমবারের মতো মাঠে নামবেন মেসি। এখনো তাঁর বরণ অনুষ্ঠান হয়নি। আগামীকাল সমর্থকদের সাথে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি। মেসির বরণ ও মেসির অভিষেক ম্যাচ ঘিরে ইন্টার মায়ামির সমর্থকরা বেশ জমকালো আয়োজনের পরিকল্পনা করছে।

Link copied!