‘সব প্রতিপক্ষই সমান’

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবর ৩, ২০২১, ০৫:২৬ এএম

‘সব প্রতিপক্ষই সমান’

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামীকাল ওমানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে বিশ্বকাপের ব্যাপারে কথা বলেছেন দ্য রিপোর্টের ক্রীড়া প্রতিবেদকের সঙ্গে। 

 

প্রশ্ন : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি কেমন হলো?

সৌম্য : এতদিন অনুশীলন করছিলাম। আশা করি প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে। ওখানে প্রস্তুত হওয়ার আরও সুযোগ পাব। যতটুকু হয়েছে ভালো। ভালো কিছুর আশা নিয়েই যাব। 

 

প্রশ্ন : মিরপুরে তো স্পিন উইকেট ছিল। আর অনেক স্লো। বিশ্বকাপে কেমন হবে?

সৌম্য:  টি-টোয়েন্টি ক্রিকেট স্পোর্টিং উইকেটে হয়। আশা করি সবাই ওখানে মানিয়ে নিতে পারবে। আমরা জয়ের ধারায় আছি। একটা আত্মবিশ্বাস আছে। 

 

প্রশ্ন : বিশ্বকাপের আগে স্কিল নিয়ে কতটা কাজ করেছেন?

সৌম্য :  স্কিল নিয়ে কিছু কাজ করা তো হয়েছেই। ব্যালেন্স করা, উইকেটে মানিয়ে নেওয়া নিয়ে কাজ করেছি। এটার শেষ নেই। চলতেই থাকবে। আর বিশ্বকাপে আপনি শিখবেন ও প্রয়োগ করবেন।  

 

প্রশ্ন : স্পোর্টিং উইকেট হলে কি লাভ না সুবিধা?

সৌম্য:  আমরা গত যে দুই সিরিজে খেলেছি সেখানে উইকেট অনেক কঠিন ছিল। স্পোর্টিং উইকেটে খেলার জন্য আবার নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। গত প্র্যাকটিস সেশনগুলোতে উইকেট ভালো ছিল। বড় শট খেলতে গেলে ভারসাম্য জরুরি। ওটা নিয়েই বেশি কাজ করেছি। 

 

প্রশ্ন : আপনার প্রিয় প্রতিপক্ষ কোন দল?

সৌম্য : প্রিয় প্রতিপক্ষ বলে কেউ নেই। সবার সাথেই ভালো করতে হবে। আলাদা কোনো কিছু নেই। মাঠে সব প্রতিপক্ষই সমান। ১০ নম্বর দলের বিপক্ষে যে মনোযোগ নিয়ে খেলা উচিৎ, ১ নম্বর দলের বিপক্ষেও একই মনোযোগ নিয়ে খেলা উচিৎ। সবাইকে সমান চোখে দেখলে ভালো হয়। সব দল সমান। আলাদা কিছু না ভেবে নিজের সেরাটা দিতে হবে।

Link copied!