ক্রিস গেইল কখন কি করেন এর কোনো গ্যারান্টি নেই। সেটা মাঠে ও মাঠের বাইরেও। এবার তিনি জানিয়েছেন, তিনি অবসর নেননি। বেছে ম্যাচ খেলবেন এখন। আর দলের প্রয়োজনে ফিরে আসবেন।
জল্পনা উস্কে দিয়েছিলেন গতকাল ক্রিস গেইল। চোখে সানগ্লাস, একগাল দাড়ি আর লম্বা চুলের ‘ইউনিভার্স বস’ কি শনিবারই শেষবারের মতো নামলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে? এমন মনে হয়েছিল। শেখ জায়েদ স্টেডিয়ামে ৯ বলে ১৫ করে ফেরার সময় তাঁর আচরণ তেমনই ইঙ্গিতবাহী। ব্যাট তুলে গ্যালারির অভিবাদন গ্রহণ, সীমানা পেরিয়েই আন্দ্রে রাসেল-ডোয়েন ব্র্যাভোকে জড়িয়ে ধরা তো আর প্রতিদিন ঘটে না। ম্যাচের শেষে বিজয়ী অস্ট্রেলিয়া দল ব্র্যাভোর সঙ্গে গেইলকেও দিল গার্ড অব অনার। ক্যামেরায় অটোগ্রাফও দিতে দেখা গেল এই দুই ক্রিকেটারকে। জয়-পরাজয়ের ফারাক ঘুচিয়ে ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নারের সঙ্গে ‘চ্যাম্পিয়ন’ নাচে মাতলেন ব্র্যাভো। তিনি অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন যে, শনিবারই তাঁর শেষ ম্যাচ।
১৯৯৯ সালে অভিষেক হওয়া গেইলকে কুড়ি ওভারের ফরম্যাটে ‘ব্র্যাডম্যান’ বলে চিহ্নিত করে ক্রিকেট মহল। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন তিনি। দেশের হয়ে ৭৯ টি-২০ ম্যাচে করেছেন ১৮৯৯ রান। এর মধ্যে দুটো শতরান রয়েছে। সামগ্রিকভাবে এই ফরম্যাটে ৪৪৫ ইনিংসে তাঁর রানসংখ্যা ১৪,৩২১ রান। ২২ সেঞ্চুরির মধ্যে রয়েছে ১৭৫ রানের রেকর্ডও। ১০৩ টেস্ট ও ৩০১ ওয়ান ডে ম্যাচে তাঁর রান যথাক্রমে ৭,২১৪ ও ১০,৪৮০।