ইউক্রেনে গোলার আঘাতে রুশ সাংবাদিক নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২২, ১০:১০ এএম

ইউক্রেনে গোলার আঘাতে রুশ সাংবাদিক নিহত

সামরিক আগ্রাসন শুরুর পর ইউক্রেনে এবার গোলার আঘাতে প্রাণ হারালেন এক রুশ সাংবাদিক। রাজধানী কিয়েভে রাশিয়ার বাহিনীর গোলাবর্ষণে ওকসানা বাউলিনা নামে ওই সাংবাদিক নিহত হয়েছেন।

নিহত সাংবাদিক ওকসানা বাউলিনা কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে সংবাদমাধ্যম দ্য ইনসাইডারের জন্য কাজ করছিলেন। এনিয়ে এক মাসের যুদ্ধে বাউলিনাসহ পাঁচ সাংবাদিক নিহত হলেন।

দ্য ইনসাইডার এক বিবৃতিতে জানায়, শহরটির পডিল জেলায় ক্ষয়ক্ষতির চিত্র গ্রহণের সময় গোলার আঘাতে তিনি মারা যান। গোলার আঘাতে আরও  দুইজন আহত হয়েছে বলেও জানায় দ্য ইনসাইডার।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বাউলিনা এর আগে কিয়েভ এবং পশ্চিম ইউক্রেনীয় শহর লভিভ থেকে বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন।

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করেছেন নিহত এই সাংবাদিক। পরে সরকারের আক্রোশের স্বীকার হয়ে রাশিয়া ছাড়েন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর ওই ফাউন্ডেশনটিকে বেআইনি ও চরমপন্থী হিসেবে আখ্যায়িত করে প্রতিষ্ঠানটির অনেক কর্মীকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করে।

Link copied!