নভেম্বর ২১, ২০২১, ১২:২৩ পিএম
গণপরিবহণে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিন দফা দাবী দিয়েছে বকশিবাজারে আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (২১ নভেম্বর) বেলা ১২ টার দিকে বকশিবাজার মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই দাবী পেশ করেন।
শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত, বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া ‘ঠিকানা’ বাসের হেলপার এবং চালকের বিচার নিশ্চিত করা এবং সকল ধরণের গণপরিবহণে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিন দফা দাবী প্রদান করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।
পড়ুন: বদরুন্নেসার শিক্ষার্থীকে বাস হেলপারের ধর্ষণের হুমকি, উত্তাল বকশিবাজার
এসময় আরও বলা হয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণের হুমকিদাতা হেলপার ও বাস চালককে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে আবারো আন্দোলনে নামবে শিক্ষার্থীরা।
এদিকে, রবিবার (২১ নভেম্বর) সকাল ৯ টা থেকে হাফ ভাড়া দিতে চাওয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির প্রতিবাদ ও বিচার এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার দাবীকে এবার উত্তাল রাজধানীর বকশিবাজার। সেখানে সড়ক অবরোধ করে আন্দোলন গড়ে তুলে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা।