দুই গারো কিশোরী ধর্ষণ: মূল আসামি রিয়াদসহ গ্রেপ্তার ৬

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২২, ০১:৩৭ পিএম

দুই গারো কিশোরী ধর্ষণ: মূল আসামি রিয়াদসহ গ্রেপ্তার ৬

ময়মনসিংহ জেলার গারো সম্প্রদায়ের স্কুল পড়ুয়া দুই কিশোরীকে গণধর্ষণ মামলার মূল আসামি সোলায়মান হোসেন রিয়াদসহ (২২) ৬জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুত্রবার (৭ জানুয়ারি) দিনগত মধ্যরাতে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে রিয়াদকে এবং ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে অপর পাঁচজনকে গ্রেপ্তার করে।

শনিবার(৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন জানায়, ঘটনার পর থেকেই আসামি রিয়াদ একটি মালবাহী ট্রাকে করে বিভিন্ন জায়গায় অবস্থান করে। পরবর্তী সময়ে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে আত্মগোপন করে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আলোচিত এ ঘটনায় অপরাধীদের ধরতে আমরা আমাদের অভিযান পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় আমরা এই গণধর্ষণের ঘটনার মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।” এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের আমাদের অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়নের একটি গ্রামে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে।

ধর্ষণের পর এ বিষয়ে কাউকে কিছু জানালে হত্যার হুমকি দেয় আসামিরা। তাই ভুক্তভোগী এবং তাদের পরিবার পুলিশের কাছে যায়নি। পরে  পুলিশ খবর পেয়ে কিশোরীদের বাড়িতে গেলে ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় নির্যাতিতা এক কিশোরীর বাবা মামলা করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, হত্যার হুমকি পেয়ে পরিবার চুপ থাকায় দুই কিশোরী আত্মহত্যার চেষ্টা করে। এতে বিষয়টি জানাজানি হলে পুলিশ দুই কিশোরীর বাড়িতে গিয়ে খোঁজ নেয়।

৩০ ডিসেম্বর এক কিশোরীর বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য কচুয়াকুড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে সোলায়মান হোসেন রিয়াদকে মূল আসামি করে মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করে।

Link copied!