ফ্লাইট বিলম্বের কারণে এখনো দেশ ত্যাগ করতে পারেননি ডা. মুরাদ। অপেক্ষার সময়টুকু কাটছে খোশগল্প করে।
কানাডা যাওয়ার উদ্দেশে রাত ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিনাবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছান সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তার বিমানবন্দরে পৌঁছানোর খবর নিশ্চিত করেছিল অভিবাসন পুলিশ।
আরও পড়ুন: কানাডার পথে বিমানবন্দরে ডা. মুরাদ
এমিরেটস এয়ারওয়েজের ইকে-৮৫৮৫ ফ্লাইটে কানাডায় যাওয়ার কথা ছিল তার। ফ্লাইটটি ১১টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা পিছিয়ে রাত ১ টায় ছাড়বে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের অডিও-ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে চাপে ছিলেন মুরাদ হাসান। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবারের মধ্যে মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার দুপুর ১২টায় নিজের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনকে পদত্যাগপত্র ই-মেইল করেন তিনি।
এরপর সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে প্রতিমন্ত্রী হিসেবে মুরাদের নিয়োগের অবসান করে প্রজ্ঞাপন জারি করে।