বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কেন চলচ্চিত্র নয়, প্রশ্ন তসলিমার‌

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২২, ০৯:১৭ পিএম

বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কেন চলচ্চিত্র নয়, প্রশ্ন তসলিমার‌

বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কেন চলচ্চিত্র নির্মিত হয় না-এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন  বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।এই লেখিকার অভিমত, বাংলাদেশ থেকে অনেক বাঙালি হিন্দুকে উৎখাত করা হয়েছে, তাহলে তাদের নিয়ে কেন চলচ্চিত্র তৈরি হচ্ছে না।

সম্প্রতি বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার পর নিজের টুইটারে এক স্ট্যাটাস দিয়ে তসলিমা নাসরিন ওই অভিমত তুলে ধরেন। ভারতীয় গণমাধ্যম আজকালের এক প্রতিবেদনে এ তথ্য  উঠে এসেছে।

মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে ঘিরে ভারতে ঝড় বইছে। অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, চিন্ময় মণ্ডলেকর প্রমুখ অভিনীত সিনেমাটি মুক্তির পর রেকর্ড পরিমাণ ব্যবসা করছে। বক্স অফিসে ইতিহাস গড়ে সিনেমাটি ইতোমধ্যে অলটাইম ব্লকবাস্টার হিট হয়ে গেছে। মাত্র ১৪ কোটি বাজেটে নির্মিত এই সিনেমা এক সপ্তাহেই ১০০ কোটির বেশি আয় করে ফেলেছে।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটিতে উঠে এসেছে কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের উৎখাতের ঘটনা। অমানবিক নির্যাতনের শিকার হয়ে ১৯৯০ সালে লক্ষাধিক হিন্দু পণ্ডিত তাদের নিজ ভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই ঘটনাকে ফুটিয়ে তোলা হয়েছে সিনে পর্দায়। 

এর ফলে ভারতের হিন্দুদের কাছে ব্যাপক প্রশংসা পাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এমনকি দেশটির সরকারের পক্ষ থেকে একদিনের ছুটিও দেওয়া হয় সিনেমাটি দেখার জন্য। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত এই সিনেমা নিয়ে প্রশংসা করেছেন।

অবশ্য অনেকে সমালোচনাও করছেন সিনেমাটির। তাদের মতে, এই সিনেমায় কেবল হিন্দুদের পক্ষ থেকে ঘটনা তুলে ধরা হয়েছে। একপাক্ষিক চিত্র তুলে ধরে মুসলমানদের দিকে তীর ছোঁড়া হয়েছে।

এমন অবস্থায় বাংলাদেশকে জড়িয়ে প্রশ্ন তুলেছেন তসলিমা নাসরিন। টুইটারে তসলিমা লিখেছেন, “দ্য কাশ্মীর ফাইলস’ দেখলাম। সিনেমাটির গল্প শতভাগ সত্য হলে,  অতিরঞ্জিতা না থাকলে, অর্ধসত্য কাহিনি স্থান না পেলে সত্যিই এটি অত্যন্ত কষ্টের কাহিনি এবং কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। আমি বুঝি না, কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কোনো সিনেমা তৈরি হয়নি।”

আজকাল পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৭১ সালে বাঙালি উৎখাত নিয়ে তোলপাড় হয়েছিল বাংলাদেশ। পাকিস্তানি সেনা সেই সময় লক্ষ লক্ষ হিন্দুদের হত্যা করে। প্রচুর মহিলাদের ধর্ষণ করে খুন করা হয়। ১০ মাস ধরে সেখানকার হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও ইসলামিক কট্টরপন্থীরা হিন্দুদের ওপর অত্যাচার চালিয়ে গিয়েছে। এবার সেই কাহিনি সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার আর্জি জানালেন তসলিমা।

 

Link copied!