জুন ২৭, ২০২২, ০৮:০৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ফোর্থ ইন্ডাসট্রিয়াল রেভুলেশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ই-গর্ভনেন্স এ্যান্ড ইনোভেশন এ্যাকশন প্ল্যান ইপ্লিমেন্টেশন কমিটি।
সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, "বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি, রাজনীতি, অর্থনীতি, মানুষের আচার-আচরণ, শিক্ষা, যোগাযোগ, প্রযুক্তি প্রভৃতি সবগুলো বিষয়ই স্মার্ট বাংলাদেশের অন্তর্ভূক্ত। বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ। এখানে সীমিত সুযোগ সুবিধার মধ্যেও মানুষ হাসি-খুশি থাকার চেষ্টা করে। এমন পরিবেশ ও পরিস্থিতির মধ্যেও সুখী মানুষ পাওয়া বাংলাদেশ ছাড়া বিরল। এমন ইতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষ দিয়েই বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে এবং যাবে।"
সেমিনারে সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম বলেন, "আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে বর্তমান শিক্ষক-শিক্ষার্থীগণ নেতৃত্ব দেবেন।বাংলাদেশের সঙ্গে যেমন বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত। তেমনি বাংলাদেশের উন্নয়নের সঙ্গে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নাম ওতপ্রোতভাবে জড়িত। এসময় উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে সকলকে সহযোগী হওয়ার আহবান জানান।
ই-গর্ভনেন্স এ্যান্ড ইনোভেশন এ্যাকশন প্ল্যান ইপ্লিমেন্টেশন কমিটির সভাপতি অধ্যাপক ড. এম. শামীম কায়সারের পরিচালনায় ইনস্টিটিউশনাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক এবং ডিনস কমিটির সভাপতি ও গাণিতিক ও পদার্থাবিষয়ক অনুষদেও ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষক ড. শামীম আল মামুন।
সেমিনারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অন্যান্য শিক্ষক এবং অফিস প্রধানগণ অংশগ্রহণ করেন।