দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

মোট প্রার্থীর সমপরিমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৪, ০৭:৩৪ পিএম

মোট প্রার্থীর সমপরিমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্টদের আচরণবিধি লঙ্ঘন যাচাই করে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রায় আট লাখ নিরাপত্তাকর্মী নির্বাচনী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৩৮,১৫৪ জন সেনা সদস্য, ২,৮২৭ জন নৌবাহিনী (১৯ জেলা), ৪৪,৯১২ (১১৫১ প্লাটুন) বিজিবি সদস্য, ২,৩৫৫ (৭০ প্লাটুন) কোস্টগার্ড সদস্য, ৬০০ র‌্যাব টিম এবং ৯৫ টি র‌্যাব রিজার্ভ দল, ১,৭৪,৭৬৭ জন পুলিশ সদস্য এবং ৫,১৪,২৮৮ জন আনসার সদস্য।

এবারের নির্বাচনে ১৯৭০ জন প্রার্থীর বিপরীতে মাঠে রয়েছন  ১৯৭০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  সুতরাং গড়ে প্রতি প্রার্থীর বিপরীতে রয়েছেন ১  জন ম্যাজিস্ট্রেট। ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শাস্তি দিতে মাঠে রয়েছেন ৬৫৩ জন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারাদেশে ৪২,০২৪ প্রিজাইডিং অফিসার, ২,৬০,৮৫৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রায় ৫,২২,০০০ পোলিং অফিসার সহ ভোট গ্রহণে প্রায় নয় লক্ষ জনবল মাঠে রয়েছেন।

Link copied!