নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়েছে।
শনিবার ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজতে ইসলামের নেতা–কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন।
এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর`, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান` ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এরইমধ্যে উদ্যানে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।
সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শনিবার সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি শুরু হয়েছে।
শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা সমাবেশে বক্তব্য রাখবেন।
কুরআন, সুন্নাহবিরোধী এই নারী সংস্কার কমিশন বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের দাবি
হেফাজতের চার দাবি হচ্ছে- নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা, সংবিধানে বহুত্বদের প্রস্তাব বাতিল আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করা, ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারের ভূমিকা রাখা।