নির্বাচন পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো: প্রেস সচিব

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৬:০৩ পিএম

নির্বাচন পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই বিষয়ে সরকারের কম কথা বলাই ভালো।

রোববার, ২১ সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজারে দ্যা ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশন-এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন—তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে।’ এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলেও মনে করেন তিনি।

আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপে উঠে এসেছে, পিআর সিস্টেম নিয়ে জানেই না ৫৬ শতাংশ মানুষ। পিআর চায় ২১ দশমিক ৮ শতাংশ এবং চায় না ২২ দশমিক ২ শতাংশ। জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন। এতে ৬৯ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করে, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তূলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে। 

Link copied!