মিয়ানমার সেন্টমার্টিন দখলের চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই দাবি করেন তিনি।
বিএনপি মহাসচিবের দাবি, সরকারের দাসসুলভ আচরণ ও নতজানু পররাষ্ট্র নীতির কারণে মিয়ানমারকে কিছুই বলতে পারছে না সরকার।
মির্জা ফখরুল বলেন, “মিয়ানমারের কারণে সেন্টমার্টিনে চরম খাদ্য সংকট চলছে। মিয়ানমার গুলি চালাচ্ছে, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না অথচ সরকার এসব বিষয়ে একেবারে চুপ।”
তিনি দাবি করেন, “ক্ষমতা ধরে রাখতে মরিয়া সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। দেশে গণতন্ত্র নেই বলে মানুষ আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ সময় দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানাচ্ছি।”