অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ঠিক হয়নি, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৪, ০৪:৪৪ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ঠিক হয়নি, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

বিশিষ্ট সমাজসেবক ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, “এ (মেয়াদের) বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আমাদের যেহেতু গণঅভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি- সেগুলো আমাদের করতে হবে।

তিনি বলেন, “সেটা যত দ্রুততর সময়ের মধ্যে সম্ভব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর-সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করবো।”

আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর তিনি আশা করেন, “আমরা যে দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, সেগুলো পুর্নাঙ্গভাবে বাস্তবায়নে সক্ষম হবো।”

আরও পড়ুন: ভারতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত করা ঠিক হবে না, এনডিটিভিকে ইউনূস

বিশ্ববিদ্যালয়গুলোর হল বাণিজ্য ও হল দখল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, “আমরা দীর্ঘ ৫-৬ বছর ক্যাম্পাসে সেগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে। এখন যেহেতু আমরা সরকারে, সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পদক্ষেপ নেবো।”

Link copied!