জন্মদিনে ভক্তদের যে বার্তা দিলেন বলিউড কিং

ইফতেছামুল ইশাদ

নভেম্বর ২, ২০২৩, ১০:০৬ এএম

জন্মদিনে ভক্তদের যে বার্তা দিলেন বলিউড কিং

সংগৃহীত ছবি

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের আজ জন্মদিন। ৫৮ বছরে পা দিলেন ‍‍`বলিউড কিং‍‍`। ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন বলিউডের  ‘কিং খান’ খ্যাত এই অভিনেতা। প্রিয় সুপারস্টারের জন্মদিন পালন করতে, তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়ির সামনে মাঝরাতেই পৌঁছে যান অগনিত ভক্ত। 

মান্নাত-এর সামনে তাকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ভক্তরা । তার জন্মদিন ঘিরে ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয় মহারাষ্ট্র সরকারকে। আগত শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষায় থাকেন, কখন আসবেন তাদের প্রিয় তারকা। হাত নাড়বেন, আর সবার উদ্দেশে ছুঁড়ে দেবেন চুমু। বিশেষ এই দিনটায় ভক্তদের কখনওই হতাশ করেননি তিনি। ভক্তদের ভালোবাসায় সিক্ত হতে এবারও এলেন রাত ১২টা বাজার একটু পরেই।

মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্টের সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে মান্নাতের ব্যালকনিতে আসেন তিনি। তাকে দেখা মাত্র আতশবাজি ফাটানো হয়। পোস্টার হাতে কেউ কেউ চিৎকার করতে থাকে। আর হাতে থাকা ফোন ব্যস্ত প্রিয় নায়ককে ক্যামেরাবন্দি করতে। 

I live in a dream of your love‍‍`: SRK tells fans camping outside Mannat on  his 58th birthday- The New Indian Express

এদিকে জন্মদিন উপলক্ষে শুভাকাঙ্ক্ষীদের মান্নাতের বাইরে ভিড়ের বিষয়টি আবেগতাড়িত করেছে নায়ককে। সোশ্যাল মিডিয়ায় ভেরিফায়েড এক্স- এ তিনি লেখেন, এটা অবিশ্বাস্য যে, আপনারা এত রাতেও শুভেচ্ছা জানানোর জন্য মান্নাতের বাইরে জড়ো হয়েছেন। আমি একজন অভিনেতা মাত্র। আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ জীবনে আর কিছুতেই পাই না আমি।

SRK | The Shah Rukh Khan pose: 11 films in which we saw SRK do his  signature arms-stretch - Telegraph India

তিনি আরও লিখেছেন, আমি আপনাদের ভালোবাসার মাঝে বেঁচে থাকি। আপনাদের বিনোদন দেয়ার সুযোগ করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে তাহলে― অন স্ক্রিন ও অফ স্ক্রিনে। 

বুধবার রাত ১২টার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন শাহরুখ খান। এরইমধ্যে টুইটার ও ইনস্টাগ্রামের মাধ্যমে বলিউড বাদশাহকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন, হৃত্বিক রোশন, করণ জোহর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন ও আনুশকা শর্মাসহ বহু তারকা। 

শাহরুখ খানের বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমাটির মাধ্যমে। এর পরের ইতিহাস কে না জানে। দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে মোট সিনেমার অধিকাংশই হিট তার। বলিউড থেকে পেয়েছেন, কিং খান, বলিউড বাদশাহ, কিং অব রোমান্স তকমা। ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এছাড়া পেয়েছেন ‘পদ্মশ্রী’সহ দেশি-বিদেশি বহু সম্মাননা।

SRK responds to criticism: ‍‍`When will you play a dad? Pathaan 2nd half was  bad‍‍` | Bollywood - Hindustan Times

২০১৮ সালে ‘জিরো’ ফ্লপ হওয়ার পর চার বছর সিনেমা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। ফিরেছেন রাজার বেশে। এ বছর তার মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমা দুটি হাজার কোটি টাকার উপরে ব্যবসা করেছে। এ ঘটনা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিরল। এক বছরে দুটি হাজার কোটি টাকার সিনেমা! ভাবা যায়?

তবে শাহরুখ ম্যাজিক এখানেই শেষ নয়। ডিসেম্বরে মুক্তি পাচ্ছে কিং খানের ‘ডাঙ্কি’ নামে আরেকটি সিনেমা। সেখানে তিনি প্রথমবার কাজ করছেন বলিউডের মাস্টারমেকার রাজকুমার হিরানির সঙ্গে। যার কোনো সিনেমাই ফ্লপ নেই। ফলে ‘ডাঙ্কি’র মাধ্যমে এ বছর আরও একটি মেগাহিট উপহার দিতে চলেছেন কিং খান।

Link copied!