নভেম্বর ৩০, ২০২৪, ০৩:৪৭ পিএম
বলিউডের বাদশাখ্যাত শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের কোম্পানি স্ল্যাব ভেঞ্চার্সের ডি’ইয়েবল ব্র্যান্ডের হুইস্কি ‘ওয়ার্ল্ড’স বেস্ট স্কচ হুইস্কি’ হিসেবে মনোনীত হয়েছে।
সম্প্রতি নিউইয়র্ক ওয়ার্ল্ড স্পিরিটস কম্পিটিশন ২০২৪-এ ‘ডি’ইয়েবল ইনসেপশন’-এর জন্য ‘বেস্ট ওভারঅল স্কচ’ ও ‘বেস্ট অব ক্লাস’ ব্লেন্ডেড মল্ট স্কচ হুইস্কি পুরস্কার অর্জন করেছে।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে ডি’ইয়েবলের সহ-প্রতিষ্ঠাতা শাহরুখ খান বলেন, “নিউইয়র্ক ওয়ার্ল্ড স্পিরিটস কম্পিটিশনে ‘ইনসেপশনের’ পুরস্কার প্রাপ্তি প্রমাণ করে যে জীবনের সেরা জিনিসগুলো ভালোবাসা এবং যত্নের সঙ্গে তৈরি হয়।”
ইনসেপশনের পাশাপাশি, ডি’ইয়েবলের আরও চিত্তাকর্ষক ব্র্যান্ডের পানীয় রয়েছে। এর মধ্যে অন্যতম হল- পোল্যান্ডে তৈরি সিঙ্গল এস্টেট ভদকা ও ব্লেন্ডেড স্কচ হুইস্কি, ভরটেক্স। উভয় পানীয়ই সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। এই ব্র্যান্ডগুলিও ২০২৪ সালের ইন্টারন্যাশনাল ওয়াইন অ্যান্ড স্পিরিটস অ্যাওয়ার্ডস (IWSA) এবং ইন্টারন্যাশনাল স্পিরিটস চ্যালেঞ্জ (ISC)-এর মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিক স্বর্ণপদক জিতেছে।
এই সম্মাননাগুলো ডি’ইয়েবলের গুণমান, উদ্ভাবন এবং আভিজাত্যের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। ব্র্যান্ডটি বিশ্বব্যাপী বিলাসবহুল পানীয়র বাজারে একটি উদীয়মান শক্তি হিসেবে নিজেকে তুলে ধরেছে। ডি’ইয়েবলের প্রতিটি পণ্যই বিশ্বমানের।
স্ল্যাব ভেঞ্চার্স একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান। শাহরুখ ও আরিয়ান ছাড়াও লেটি ব্লাগোইভা ও বন্টি সিং –এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।