উইম্বলডনের নতুন রাজা আলকারেজ

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৭, ২০২৩, ০৭:০২ এএম

উইম্বলডনের নতুন রাজা আলকারেজ

২০ বছর বয়সে উইম্বলডন জিতে গেলেন কারলোস আলকারেজ। তাও ৭ বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে হারিয়ে। লন্ডনে কারো চোখ বিশ্বাস করছিল না। অবশ্য আলকারেজের এটা দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। 

রবিবার প্রমাণ করে দিয়েছেন, সামনের দিন তার হতে চলেছে। অল ইংল্যান্ড ক্লাবে জোকোভিচের আধিপত্য থামিয়ে আলকারেজ ফাইনালে জিতলেন ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে।

গত বছর ইউএস ওপেন জয়ের পর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম হাতে নিলেন আলকারেজ। আর র‌্যাংকিংয়ের শীর্ষেও রয়েছেন তিনি। 

Link copied!