উইম্বলডনের ফাইনালে মুখোমুখি বার্টি ও প্লিসকোভা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২১, ১১:৩০ এএম

উইম্বলডনের ফাইনালে মুখোমুখি বার্টি ও প্লিসকোভা

উইম্বলডনে নারীদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন বিশ্বের এক নম্বর অ্যাশলি বার্টি। বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে তিনি ৬-৩, ৭-৬ সেটে হারালেন ২০১৮ সালের চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবারকে। ক্যারিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে শনিবার তিনি ফাইনালে নামবেন। বিপক্ষে ক্যারোলিনা প্লিসকোভা। যিনি দ্বিতীয় সেমি-ফাইনালে ৫-৭, ৬-৪, ৬-৪ হারালেন আরিনা সাবালেঙ্কাকে।

প্লিসকোভা একসময়ে বিশ্বের একনম্বর ছিলেন। ফাইনালে তাই মুখোমুখি অতীত ও বর্তমানের এক নম্বর। ১৯৮০ সালে অস্ট্রেলিয়ার ইভোনে গোলাগং উঠেছিলেন মহিলাদের সিঙ্গলস ফাইনালে। তারপর বার্টিই প্রথম অজি মহিলা হিসেবে উইম্বলডনের সিঙ্গলস ফাইনালে খেলবেন। এর আগে ২০১৯ সালে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

জয়ের পর ২৫ বছর বয়সি বার্টি বলেছেন, ‘জীবনে অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে এগতে হয়েছে। কিন্তু রাস্তা বদলাইনি কখনও। শনিবার উইম্বলডনের ফাইনালে নামা আমার জীবনের সেরা অভিজ্ঞতা হতে চলেছে।’ এখানেই ২০১১ সালে জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন বার্টি।

Link copied!