হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ২৩ রানে হারাল জিম্বাবুয়ে। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায় এসেছে। দারুণভাবে ঘুরে দাঁড়াল সিকান্দার রাজার দল।
হারারেতে টস জিতে ব্যাটিংয়ে ১৬৬ রানের লড়াকু পুঁজি সংগ্রহের পর নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে ১৪৩ রানে আটকে রাখে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের দেওয়া টার্গেটে খেলতে নেমে কোনো কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি। অভিষিক্ত শামীম হোসেন ঝলক দেখিয়েছিলেন শামীম হোসেন।
১৩ বলে ২৯ রানের ছোট্ট ক্যামিও ইনিংস খেলে সাজঘরে ফিরলেন অভিষিক্ত শামীম। এ ছাড়া সাইফউদ্দিন ১৫ বলে ১৯ ও আফিফ ২৫ বলে ২৪ রান করেন।
জিম্বাবুয়ের জয়ের দিনে বাংলাদেশের পারফরম্যান্স ছিল একেবারেই নির্বিষ। ব্যাটিং, বোলিংয়ে কোনো বিভাগেই ভালো করতে পারেনি অতিথিরা।
তাতে ম্যাচ অতি সহজেই জিতে নেয় জিম্বাবুয়ে। এর আগে প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে।
২৫ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি রয়েছে।