ব্যাটিং ব্যর্থতার পর লড়াই করে হারল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২১, ০৯:১৪ পিএম

ব্যাটিং ব্যর্থতার পর লড়াই করে হারল বাংলাদেশ

বাংলাদেশ সফরে অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। যদিও দেরি হয়ে গেছে। টানা ৩ টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করেছে অস্ট্রেলিয়া। তবে সিরিজের ফল এখন ৩-১। আজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটিতে অস্ট্রেলিয়া ৩ উইকেটে জিতেছে। 

বাংলাদেশ ১০৫ রানের টার্গেট দিয়েছিল। অস্ট্রেলিয়া ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে (১০৫/৭)। ড্যান ক্রিশ্চিয়ান ৩৯ ও অ্যাস্টন অ্যাগার ২৭ রান করেন। মোস্তাফিজ আজও সফল। ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

এছাড়া স্পিনার মাহেদী ১৭ রানে ২ উইকেট নেন। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ৯ আগস্ট সোমবার অনুষ্ঠিত হবে। 

১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওয়েডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। মাঝে সাকিবের এক ওভারে ড্যান ক্রিস্টিয়ান ৫টি ৬মেরে এক লাফে রান বাড়িয়ে নেন ৩০টি। এরপর মোস্তাফিজ-মেহেদীদের দারুণ বোলিংয়ে ধস নামে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। ৬৫ রানে ৫ উইকেট হারানোর পর টার্নার-অ্যাগার ধীরে ধীরে দলকে জেতানোর দিকে। স্কোরবোর্ডে অল্প পুঁজির পর সাকিবের এক ওভারে ৩০ রানই শেষ পর্যন্ত হারের বড় কারণ হয়ে দাঁড়ায়। শরিফুলের বলে শামীমের উড়ন্ত ক্যাচে অ্যাগার ফিরলেও ততক্ষণে বড্ড বেরি হয়ে গেছে। দুজনের ৪৩ বলে ৩৪ রানের জুটি অজিদের জয়ে বড় ভূমিকা রাখে।

এই ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজরা। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। স্কোরবোর্ডে আর কিছু রান হলে এই ম্যাচেও জিততে পারতো বাংলাদেশ। এ ছাড়া মেহেদী ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। সাকিব ছিলেন খরুচে। ৪ ওভারে ৫০ রান দেন তিনি।

Link copied!