রোমাঞ্চ ছড়িয়ে করাচি টেস্ট ড্র

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২২, ০৬:৩৮ পিএম

রোমাঞ্চ ছড়িয়ে করাচি টেস্ট ড্র

পুরো পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৮ উইকেট। আর তাহলে করাচিতে জয় চলে আসতো। পাশাপাশি সিরিজে এগিয়ে থাকা যেতো। প্রথম টেস্টটি ড্র হয়েছিল। অস্ট্রেলিয়া চেষ্টা করেছে। তবে পুরো দিনে পাকিস্তানের ব্যাটসম্যানরা দারুণ লড়াই করেছে। ৫ উইকেট ফেলতে পারলো অস্ট্রেলিয়া। আবারো ম্যাচ হলো ড্র। আক্ষেপের নাম বাবর আজম। যিনি ১৯৬ রানে আউট হয়ে ফেরেন। 

৩ টেস্টের সিরিজ এটি। ২ টেস্ট শেষে ফল ০-০ ই আছে। ২১ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে লাহোরে। 

তবে পাকিস্তানের আরেক জন দুর্দান্ত পারফরমার মোহাম্মদ রিজওয়ান। যিনি ১০৪ রানে অপরাজিত ছিলেন। আর অস্ট্রেলিয়া থাকলো জয়বঞ্চিত। 

এই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৫৫৬ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ১৪৮ রানে অলআউট হয়। ফলোয়নে না ফেলে অস্ট্রেলিয়া আবার ব্যাট করতে নেমে যায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৯৭ রান তুলে ডিক্লেয়ার করে। টার্গেট ছিল ৫০৬ রানের। পাকিস্তান থামল ৭ উইকেটে ৪৪৩ রানে। 

Link copied!