সেই হ্যান্ডবলের জন্য ক্ষমা চাইবেন না সুয়ারেজ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২২, ১১:৩৭ পিএম

সেই হ্যান্ডবলের জন্য ক্ষমা চাইবেন না সুয়ারেজ

২০১০ বিশ্বকাপে ঘানার নিশ্চিত গোল হাত দিয়ে আটকিয়ে নায়ক হন সুয়ারেজ। তাই ঘানা ও উরুগুয়ে মুখোমুখি হওয়ার আগে সুয়ারেজের ঘটনাটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। এবারের বিশ্বকাপেও যেমন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না।

দীর্ঘ এক যুগ পর আগামীকাল আবারও ঘানার মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। যেখানে সুয়ারেজ সেই হ্যান্ডবলের জন্য বাড়তি আলো কাড়বেন। ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ঘানার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন সুয়ারেজকে, সেই হ্যান্ডবলের জন্য তিনি ক্ষমা চাইবেন কিনা?

সুয়ারেজ অবশ্য এক কথায় জানিয়েছেন, এর জন্য তিনি দুঃক্ষিত না।

তিনি বলেন, ‘আমি যা করেছি তার জন্য শাস্তি পেয়েছি। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছি, পরের ম্যাচও খেলতে পারিনি। সেই হ্যান্ডবলের বিপরীতে তারা পেনাল্টিও পেয়েছিলো। তারা পেনাল্টি মিস করেছে, আমি কেন দুঃক্ষিত হতে যাবো। আমি তখনই ক্ষমা চাইতাম যদি কোন ফুটবলারকে ইনজুরিতে ফেলতাম। আমি লাল কার্ড দেখেছি।’

Link copied!