‘শঙ্কা’ কাটিয়ে মাঠে ফেরার আশায় বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ০৭:২৩ পিএম

‘শঙ্কা’ কাটিয়ে মাঠে ফেরার আশায় বাংলাদেশ

নিউজিল্যান্ডে এখনো সিরিজের ভাগ্য ঝুলছে বাংলাদেশের ক্রিকেটারদের করোনা টেস্টের উপর। এর মধ্যেই দ্রুত মাঠে ফেরার প্রত্যাশায় আছে দল; এমনটাই জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম। 

রোববার (১৯ ডিসেম্বর) নিউ জিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় আগামী সোমবার থেকে অনুশীলনে ফেরার কথা জানান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্ আমাদের অনেক ভালো লাগছে। আজ আমাদের একটি কোভিড টেস্ট নিয়েছে, এটা যদি আমাদের নেগেটিভ আসে তাহলে আগামীকালের পরের দিন (পরশু) আমরা অনুশীলনে যাব।‘ 

সফরের শুরুতে সাতদিন কোয়ারেন্টাইনের কথা থাকলেও তা বাতিল হয় হেরাথের করোনা আক্রান্তের পর। বাড়ে কোয়ারেন্টাইনের দিন। করোনার প্রকোপ না পড়লে চার দেয়ালে বন্দি না থেকে অনুশীলন করতে পারতেন ক্রিকেটারা। তবে নেগটিভ হলে দ্রুত মাঠে ফিরতে পারবেন এই ভাবনায় রোমাঞ্চ কাজ করছে ক্রিকেটারদের মধ্যে। 

‘এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। আমরা অনেকদিন ধরে কাজ (অনুশীলন) করছি না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে’-এভাবেই বলেছেন ডানহাতি এই পেসার। 

দুটি গ্রুপে ভাগ হয়ে দল এখন কোয়ারেন্টাইনে আছে। সামাজিক দূরত্ব মেনে একে অপরের সঙ্গে আড্ডা দিতে পারছেন, কথা বলতে পারছেন। শরিফুল বলেন, ‘আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে। আমরা প্রতিদিনই সময় করে নিচে এসে দুই-তিনবার দেখা করতে পারি। সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। তখন ভালো লাগে একজন আরেকজনের চেহারা দেখলে। এবার ভালোকিছু আশার জন্য প্রত্যাশা করছি সবাই, তো ইনশাআল্লাহ্ এবার করে দেখাব ইনশাআল্লাহ্।‘ 

করোনা টেস্টের ফলাফল হাতে পাওয়ার পরই বোঝা যাবে এই সিরিজের ভাগ্যে কী আছে। এমনটা জানিয়েছিলেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেছিলেন, ‘২১ তারিখ আবার টেস্ট করবে। নেগেটিভ হলে আশা করি কোয়ারেন্টাইন থেকে বের হয়ে অনুশীলন করতে পারবে। এটা (কোয়ারেন্টাইন) ওদের বোর্ডের হাতে না, পুরোপুরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে। ওরা যতটা সম্ভব সমর্থন দেওয়ার চেষ্টা করছে। আমরা এর প্রশংসা করি। ওরা যদি সিরিজ ৩-৪ দিন পিছিয়ে দেয় তাহলে তো আমাদের না করার কোনো পথ নেই। আমাদের পর্যাপ্ত অনুশীলন সুবিধা না দিলে খেলা কঠিন- এটা আমরা ওদের জানিয়ে দিয়েছি।’

দুই দলের মধ্যে প্রথম টেস্ট হওয়ার কথা রয়েছে নতুন বছরের প্রথম দিন মাউন্ট মাঙ্গুনাইয়ের বে ওভালে। আর দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

 

Link copied!