ফুটবল বিশ্বকাপের ১০০ বছরে

তিন মহাদেশের ৬ দেশে বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৪, ২০২৩, ১০:৫৫ পিএম

তিন মহাদেশের ৬ দেশে বিশ্বকাপ

১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপ যাত্রা শুরু করে। ১০০ বছরে পা রাখতে চলেছে সে বিশ্বকাপ। আর সেটা এখন থেকে ৭ বছর পর। তার আগে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করবে আসর। 

১০০ বছরের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে চায় ফিফা। ১৯৩০ সালের বিশ্বকাপে আয়োজক ছিল উরুগুয়ে। তাদেরকেও ২০৩০ এ রাখা হয়েছে। 

২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশ হলো পর্তুগাল, স্পেন ও মরক্কো।  কিন্তু ২০৩০ আসরটি ফুটবল বিশ্বকাপের শততম আসর হওয়াতে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে তারা নিজেদের প্রথম ম্যাচ নিজ দেশে খেলবে।

সেক্ষেত্রে এই ৩ দেশকেও আয়োজক বলতে হচ্ছে। এই ৩ টি ম্যাচ ছাড়া বাকি ম্যাচ গুলো মূল আয়োজক পর্তুগাল,স্পেন ও মরক্কোতেই অনুষ্ঠিত হবে এবং ২০৩০ ফিফা বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাব্যুতে।

আয়োজক হওয়ার সুবাদে এই ৬ দলের ২০৩০ বিশ্বকাপের টিকিটও নিশ্চিত  হয়ে গেল। 

Link copied!