বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী

দেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত হতেন : হাসানুজ্জামান

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৫, ২০২৩, ০৫:৫৩ এএম

দেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত হতেন : হাসানুজ্জামান

বীর মুক্তিযোদ্ধা  শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী  ৫ আগস্ট। দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাকে ‘বহুমাত্রিক প্রতিভার অধিকারী’ বলে উল্লেখ করেছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক জাতীয় ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু।
শেখ কামালের ঘনিষ্ঠ ফুটবলারদের একজন বাবলু বলেন,‘ আমরা তাকে তার সেরা সময়টিতেই হারিয়েছি। তিনি সর্বকালের মহান একজন ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন ...। তার আধুনিক ধ্যান ধারনা ও পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ (ক্রীড়াঙ্গনে) অনেক উপকৃত হত। কিন্তু দুঃখজনকভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট, কাপুরুষদের নিষ্ঠুরতায় তার ঘটনাবহুল জীবন থমকে গেছে।’
বাবলু বলেন, কামাল অত্যন্ত আবেগের সাথে খেলাধুলা উপভোগ করতেন এবং বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে সহায়তার জন্য সবসময় মুখিয়ে থাকতেন। তার লক্ষ্য ছিল পুরনো  ধারণা পাল্টে  বাংলাদেশে আধুনিক ফুটবলের সূচনা করা। যেহেতু আমি ব্রাদার্স ইউনিয়নে খেলতাম, তাই  তিনি আমাকে তার প্রিয় আবাহনী ক্লাবে পরের ফুটবল মৌসুমে যোগদান করতে বলেছিলেন। আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু বিপথগামী সেনা সদস্যদের হাতে হত্যার কারণে থমকে যায় তার মহান জাঁকজমকপূর্ণ ক্যারিয়ার।
রাজধানীর গোপীবাগ ভিত্তিক ক্লাব  ব্রাদার্স ইউনিয়নে খ্যাতি পাওয়া বাবলু বলেন,‘কামাল ভাই’ খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সমান প্রতিভার অধিকারী ছিলেন এবং খেলাধুলার মাধ্যমে ভাল নাগরিক হিসাবে গড়ে উঠতে দেশের যুবকদের আকৃষ্ট করেছিলেন।
সাবেক এই জাতীয় ফুটবলার বলেন,‘ দুঃখজনকভাবে তার (কামাল) উজ্জ্বল ক্যারিয়ারকে স্তব্ধ করে দেয়া হয়েছে। কারণ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর সাথে খুন হন  তিনি। শেখ কামাল আজ বেঁচে থাকলে দেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত হতেন।’

Link copied!