এল ক্লাসিকো জয় নিয়ে মাঠ ছেড়েছেন করিম বেনজেমা-লুকা মডরিচরা। এবার আজ মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতেও তিন পয়েন্টের খোঁজে রিয়াল। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে কার্লো আনচেলোত্তির দল।
সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ১২টি ম্যাচে অপরাজিত রিয়াল। এরমধ্যে ১১টিতেই জয় পেয়েছে তারা। রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নামবে রিয়াল।
লিগের গত ম্যাচে করিম বেনজেমার চোট দুশ্চিন্তায় ফেলেছিল কোচ আনচেলোত্তিকে। তবে রবিবার স্টার্টিং লাইন-আপেই থাকবেন ফরাসি স্ট্রাইকারটি। উল্লেখ্য, লা লিগায় এখনও পর্যন্ত এক ডজন লক্ষ্যভেদ করে সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে বেনজেমা। তাঁর পরেই রয়েছেন রিয়ালেরই ভিনিসিয়াস জুনিয়র (১০)। পক্ষান্তরে, ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে আতলেতিকো। চলতি মরশুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে ডিয়েগো সিমোনে-ব্রিগেড। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে পোর্তোর বিরুদ্ধে দুরন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছেন সুয়ারেজ-গ্রিজম্যানরা। যা মাদ্রিদ ডার্বির আগে তাঁদের আত্মবিশ্বাস অবশ্যই বাড়িয়েছে।