প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ সহজে জয় পেয়েছে। লিটন সেঞ্চুরি করেছেন। আবার সাকিব নিয়েছেন ৫ উইকেট। তামিমের তো চিন্তার কোনো কারণ নেই। তবে স্বস্তি যে নেই সেটা বোঝা গিয়েছে। কারণ সাকিব স্পিনে সফল হলেও তিন পেসার হারারেতে ৩ উইকেট পেয়েছেন। প্রত্যেকে ১টি করে শিকার করতে সক্ষম হন। মোস্তাফিজুর রহমান থাকলে জিম্বাবুয়ের টপ অর্ডারকে আরো তোপের মুখে রাখা যেতো।
দ্বিতীয় ওয়ানডেতে মোস্তাফিজ খেলছেন কিনা সেটা এতক্ষণে জেনে গেছেন পাঠক। যেকোনো দলের বিপক্ষেই মোস্তাফিজ একই ভাবে ভয়ঙ্কর। তার কার্টারের রহস্য যে এখনো ভেদ করা যায়নি। ব্যাটসম্যানকে প্রেশারে রাখেন মোস্তাফিজ। রান না পাওয়ায় হতাশ ব্যাটসম্যান ভুল করে বসে। স্লোয়ার কার্টার মোস্তাফিজের বড় অস্ত্র এখনো।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তাসকিন ৫ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট পান। মোস্তাফিজুর রহমান খেলতে পারেননি। চোট ছিল তার। সাইফউদ্দিন ও ৪ ওভারে ২৩ রান দিয়ে পেয়েছেন সেই ১ উইকেটই। শরিফুল ৬ ওভারে ২৮ রান দিয়ে পেয়েছেন ১টি মাত্র উইকেট। খারাপ বল করেননি কেউই। কিন্তু আরো ভয়ঙ্কর হওয়া জরুরি ছিল।এজন্য তামিম চাইছেন মোস্তাফিজকে সব সময় দলের সঙ্গে পেতে।