জয়ে শেষ চারের আশা লিভারপুলের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২১, ০৪:১৭ এএম

জয়ে শেষ চারের আশা লিভারপুলের

লিভারপুল শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে। বুধবার রাতে তারা বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে। রবার্তো ফিরমিনো, ফিলিপস ও অ্যালেক্স অক্সলেড চেম্বারলিন গোল করেছেন। আর্সেনাল ও টটেনহ্যামও জয় নিয়ে মাঠ ছেড়েছে। 

শীর্ষ ২ দল নিশ্চিত। ম্যানচেস্টার সিটি এবারের চ্যাম্পিয়ন। আর ম্যানচেস্টার ইউনাইটেডও সেরা চার নিশ্চিত করেছে। এখন ৩৭ ম্যাচে ৬৭ চেলসির, লিভারপুল ৬৬ ও লিস্টারেরও পয়েন্ট সমান (৬৬)। মৌসুমের আর একটি ম্যাচ বাকি। লিভারপুল শেষ ম্যাচ হেরে গেলে বিপদ হতে পারে। সেক্ষেত্রে চেলসি বা লিস্টার শেষ চার নিশ্চিত করে ফেলতে পারে। 

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর ইউনাইটেড দ্বিতীয়ই থাকছে পয়েন্ট টেবিলে। কারণ তাদের পয়েন্ট ৭১। তৃতীয়স্থানে এখন চেলসি, লিভারপুল চতুর্থ ও লিস্টার রয়েছে পঞ্চমস্থানে। 

 প্রিমিয়ার লিগের সেরা ৪টি ক্লাব আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার যোগ্যতা করবে।  

Link copied!